![]() |

অর্ধ-বাণিজ্য ডেস্ক : স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। পুনর্নির্ধারিত মূল্যে প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা।
আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০ এপ্রিল থেকেই এ মূল্য কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারিতে স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। তখন প্রতিটি মুদ্রার দাম ১ লাখ ৩৫ হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছিল বলে বাসস’কে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মহুয়া মহসীন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক https://corporatesangbad.com/508853/ |