নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময় ২ মাস বাড়ল

Posted on April 21, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময় ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ দল নিবন্ধন আবেদনের শেষ দিনে সময় বাড়ানোর এই তথ্য জানান।

তিনি জানান, ‘বৃহস্পতিবার পর্যন্ত সাতটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। আর ২০টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। এ পরিপ্রেক্ষিতে ২২ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। বিদ্যমান আইন বিধি অনুযায়ী এই সময়ের মধ্যে আবেদন করতে হবে।’

এর আগে আজ দুপুর ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে সময় বাড়ানোসহ একগুচ্ছ দাবি জানায়।

ইসি সূত্র জানায়, বাংলাদেশ রক্ষণশীল দল (বিসিপি), জনতা কংগ্রেস পার্টি, বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি, বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা), বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি, বাংলাদেশ মুক্তি ঐক্যদল, বাংলাদেশ জনশক্তি পার্টি, বাংলাদেশ জাতীয় ভূমিহীন পার্টি (বিএমএলপি), বাংলাদেশ রিপাবলিক পার্টি ও বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা) নিবন্ধন চেয়ে আবেদন করেছে।