সিংগাইরে ইউপি সচিব মঞ্জুরুল এখন গলার কাঁটা, অপসারণ দাবিতে মানববন্ধন

Posted on April 20, 2025

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে দুর্নীতির অভিযোগ ওঠা ইউনিয়ন পরিষদ সচিব (প্রশাসনিক কর্মকর্তা) মো. মঞ্জুরুল হক ভূঁইয়ার যেনো এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। উপজেলার শায়েস্তা ইউনিয়ন থেকে জামির্ত্তা ইউনিয়নে শাস্তিমূলক বদলি করা হলেও তাকে গ্রহণ করছে না জামির্ত্তা ইউনিয়নের লোকজন। এদিকে তার অপসারণ দাবিতে এবার মানববন্ধন করেছে জামির্ত্তা ইউনিয়নবাসী।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জামির্ত্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. নজর আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি: আবু সায়েম, যুবদলের রিয়াদুল ইসলাম প্রমুখ। এছাড়াও মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার সচেতন নাগরিকসহ সর্বস্তরের জনগন।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন বলেন, বিগত দিনে ইউপি সচিব মোঃ মঞ্জুরুল হক ভূঁইয়া সায়েস্তা ইউনিয়নে ব্যাপক দুর্নীতি করেছে। দুর্নীতির দায়ে তাকে সেখান থেকে অপসারণ করে আমাদের জামির্ত্তা ইউনিয়নে বদলি করা হয়েছে। এই দুর্নীতিবাজ সচিবকে আমরা জামির্ত্তাবাসী দেখতে চাই না। ঊর্ধতন প্রশাসনের কাছে তাকে অপসারণের জোর দাবি জানাচ্ছি।

এর আগে তার বদলির খবরে গত কয়েকদিন ধরে ফুসে উঠেছে জামির্ত্তা ইউনিয়নবাসী । যোগদানের আগেও কয়েকবার বিক্ষোভ মিছিল করেছে এ ইউনিয়নের বাসিন্দারা। গত ১৬ এপ্রিল জামির্ত্তা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার আবু সায়েম অভিযুক্ত সচিব মনজুরুল হক ভূঁইয়াকে অপসরণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।