![]() |

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ১ জন।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার নয়নগাঁতী কবরস্থান সংলগ্ন সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইকো বাস এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে উল্লাপাড়া ফায়ারসার্ভিসের সদস্যা ঘটনাস্থল থেকে ৩ জনকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যায়।
নিহতরা হলেন-মাইক্রোবাস চালক পাবনা আমিনপুর থানার রহিনাথপুর এলাকার মতিউর রহমানের ছেলে মনছুর আলম বাবলু (৪০) এবং একই এলাকার জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২)। এসময় আহত হয় সুমন কুমার দাস (৪২) নামে আরও এক যাত্রী।
বিষয়টি নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাউফ তিনি জানান, উল্লাপাড়ার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের নয়নগাঁতী রেলওয়ে ওভারপাসের নিচের সড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছে এবং ১ জন আহত হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১ https://corporatesangbad.com/508707/ |