কর্পোরেট ডেস্ক: শাখা-উপশাখায় দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি এবং স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফরাজী হাসপাতাল লিমিটেড-এর মধ্যে একটি বিশেষ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর পুরান পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংকের সম্মানিত গ্রাহক এবং কর্মী ও তাদের পরিবারের সদস্যরা ফরাজী হাসপাতাল থেকে বিশেষ ছাড়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং জনাব ফেরদৌসি বেগম ও ফারাজী হাসপাতাল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এম. মোক্তার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্জ বিজনেস জনাব মো রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার জনাব ইকবাল পারভেজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব এইচআর এন্ড লজিস্টিকস জনাব কে.এ.আর.এম মোস্তফা কামাল, হেড অব অপারেশনস জনাব হেলাল আহমেদ, চিফ ফিন্যান্সশিয়াল অফিসার জনাব দিলিপ কুমার মন্ডল, ফরাজী ডেন্টাল ও রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওয়াহিদুজ্জামান জামান, ফরাজী হাসপাতাল এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ড কমিউনিকেশন জনাব মো. মোজাম্মেল হক-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।