গ্লোবাল ইসলামী ব্যাংকের মুরাদনগর উপশাখার উদ্বোধন

Posted on April 16, 2025

কর্পোরেট ডেস্ক: আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে বুধবার (১৬ এপ্রিল) কুমিল্লার মুরাদনগরে গ্লোবাল ইসলামী ব্যাংকের মুরাদনগর উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মুরাদনগর উপজেলার কৃতী সন্তান TAS Aviation Group এর চেয়ারম্যান ও বাংলাদেশে নিযুক্ত ইয়েমেন প্রজাতন্ত্রের অনারারি কনসাল জেনারেল কে. এম. মজিবুল হক প্রধান অতিথি হিসেবে মুরাদনগর উপশাখার উদ্বোধন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা হাসিনা আক্তার অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রাহকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক প্রযুক্তি ও শরীয়াহভিত্তিক সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্লোবাল ইসলামী ব্যাংক শাখা ও উপশাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।