![]() |

কর্পোরেট সংবাদ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন প্লাটফর্মে জনপ্রিয় তারকাদের দিয়ে অনলাইন জুয়ার বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) অনলাইন জুয়ার বিজ্ঞাপন নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম রাফিদ আর এই রিটের পক্ষের আইনজীবী হচ্ছেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
রিটে বলা হয়েছে, অনলাইন জুয়ার বিস্তার রোধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা সংবিধানে ১৮ (২)র অনুচ্ছেদ, প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এবং ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ এর ৯২ ধারার লঙ্ঘন এবং জনস্বার্থের পরিপন্থী।’
রিটে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালযয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসির) চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজি) এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)’র প্রধানকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| অনলাইন জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা চেয়ে রিট https://corporatesangbad.com/508530/ |