অর্থ-বাণিজ্য ডেস্ক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সরকার কাজ করছে। দুই দেশের মধ্যে যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে তা দ্রুত কমার কোনো সুযোগ নেই।
বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপের চ্যালেঞ্জ ও সরকারের করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে একপেশে শুল্ক আরোপ করেছে, সেটি অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে তিন মাসের জন্য এই শুল্ক আরোপ স্থগিত রেখেছে। এ সময়ে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বিশাল বাণিজ্যিক ঘাটতি দ্রুত কমার কোনো সুযোগ নেই। তবে বাণিজ্য ঘাটতি কমাতে সরকার কাজ করছে। অর্থনৈতিক সক্ষমতা এবং বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগিয়ে এই সমস্যার সমাধান করা হবে।
বাংলাদেশের পরিকল্পনা উপস্থাপন করলে, ভূরাজনৈতিক অবস্থানের কারণে বাণিজ্য ঘাটতি সহনীয় পর্যায়ে আসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে জানিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ এবং নন ট্যারিফ যে কাঠামো রয়েছে, তা যুক্তরাষ্ট্র প্রশাসনকে বুঝিয়ে বলার পাশাপাশি শুল্ক আরোপ নিয়ে দেশটির প্রকৃত মনোভাব জানার চেষ্টা করা হবে।
মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, রফতানি বেশি, আমদানি কম—এমন দেশ হিসেবে যুক্তরাষ্ট্র অন্যতম। ফলে শুল্কের বিষয়টি অবশ্যই ভাবনার। দুই দেশের বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় ৬ বিলিয়ন ডলার।
শুল্ক সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে সরকারের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাবে বলেও জানান শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভুল পদক্ষেপের কারণে সামগ্রিক অর্থনীতি সমস্যার মুখে পড়েছে। মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমছে। আগামী দুই মাসের মধ্যে বোরো ধান উঠলে চালের বাজারে স্বস্তি আসবে। তিনি বলেন, এখন পর্যন্ত ৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় পরিশোধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
আরও পড়ুন: