ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ

Posted on April 15, 2025

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি জনগণের সাথে দৃঢ় সংহতি প্রকাশ করে পর্যটন দ্বীপপুঞ্জটিতে ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে মালদ্বীপ সরকার।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সংসদে আইনটি অনুমোদিত হওয়ার পরপরই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আইনটি অনুমোদন করেন। সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এই অনুমোদন (আইন) ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার প্রতি সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে।

এতে আরও বলা হয়, ‘মালদ্বীপ ফিলিস্তিনিদের প্রতি তার দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করে।’

মুইজ্জুর অফিসের একজন মুখপাত্র আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে।

এর আগে, ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হবে বলে গত বছরের জুনে ইঙ্গিত দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট। ওই সময় ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে করণীয় ঠিক করতে কমিটি গঠন করা হয়।

সব প্রক্রিয়া শেষে আজ আইনটি আনুষ্ঠানিকভাবে দেশটির পার্লামেন্টে তোলা হয়। সংসদে পাস হওয়ার পর কোনো বিলম্ব না করেই আইনটির অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গত বছর ইসরায়েলিদের মালদ্বীপ ভ্রমণে না যেতে পরামর্শ দিয়েছিলেন।