ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড এলাকার পরিত্যক্ত ভিটা থেকে শাবাব সরকার (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ভালুকা উপজেলার সাইনবোর্ড এলাকার পরিত্যক্ত ভিটা থেকে শাহাবের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাবাব সরকার ভালুকা উপজেলার জীবনতলা গ্রামের হাফিজ উদ্দিন সরকারের ছেলে। পেশায় তিনি ছিলেন ড্রাম ট্রাক চালক।
নিহত শাবাবের বাবা হাফিজ উদ্দিনের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যা। সোমবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিদ্যুতের কাজের কথা বলে একটি ফোনকল আসে। এরপর থেকেই ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা সাইনবোর্ড এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়।পরে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন আহমেদ এ বিষয়ে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।