সিরাজগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু যুবক গ্রেফতার

Posted on April 15, 2025

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে জয় কুমার ঘোষ (৩৫) নামের এক ব্যক্তি কে যৌথবাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন।

সোমবার রাতে পাবনা জেলার ফরিদপুর থানা পুলিশের সহযোগিতায় যৌথবাহিনী ওই উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। জয় কুমার ঘোষ তাড়াশ উপজেলার পৌর সদরের গোবিন্দ মন্দির এলাকার বাসিন্দা ও শঙ্কর ঘোষের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।

জানা গেছে, রবিবার রাতে চৈত্র সংক্রান্তি পূজায় তাড়াশ মহাশশ্মানে মন্ত্রপাঠ ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত দেন। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে উপজেলা এলাকা উপপ্ত হয়ে পড়ে। পরে উপপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট তাৎক্ষনিকভাবে পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি কয়েক ঘন্টার মধ্যেই ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়া জয় কুমার ঘোষ কে পাবনা জেলার ফরিদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি), মো. জিয়াউর রহমান জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত জয় কুমার কে জিজ্ঞসাবাদ শেষে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ প্রস্তুতি চলছে।