পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাটা সু কোম্পানি (বাংলাদেশ লি:) পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২২ এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭.৮১ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ২৯.৩১ টাকা, ২০২২ সালে ছিল ২৯.৯৮ টাকা, ২০২১ সালে ছিল -৫.০১ টাকা ও ২০২০ সালে ছিল -৯৬.৯৪ টাকা।
কোম্পানির ২০২৪ সালের সমাপ্ত বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২৫০.৪২ টাকা যা ২০২৩ সালে ছিল ২৩৭.৯৩ টাকা, ২০২২ সালে ছিল ২৫২.১৬ টাকা, ২০২১ সালে ছিল ২৫২.৩৩ টাকা ও ২০২০ সালে ছিল ২৬৭.৯৪ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ইন্টেরিম লভ্যাংশ দিয়েছে ৩৪০ শতাংশ নগদ যা ২০২৩ সালে সমাপ্ত বছরে ৪৩৫ শতাংশ নগদ, ২০২২ সালে ৩৬৫ শতাংশ নগদ, ২০২১ সালে ৭৫ শতাংশ নগদ ও ২০২০ সালে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।