সাইফুল ইসলাম তানভীর: ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এই প্রতিপাদ্য ধারণ করে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব অনুষ্ঠান হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে লাঠি খেলা, নৃত্য, কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়।

সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে বাসস্ট্যান্ড ও পৌর বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এছাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকেও পৃথক দুটি র্যালি করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে ও সিংগাইর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক বেণী মাদব সরকারের সঞ্চালনায় ও উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় চলে এসব সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সময়ের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবিদুর রহমান খান রোমান, থানার ওসি জে ও এম তৌফিক আজমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।