সিংগাইরে মসজিদের অর্থ ও নামকরণ দ্বন্দ্বে পাল্টা সংবাদ সম্মেলন

Posted on April 14, 2025

সাইফুল ইসলাম তানভীর: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ কমিটি, অর্থ ও নামকরণের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে মসজিদ কমিটি।

সোমবার ( ১৪ এপ্রিল) দুপুর ২ টার দিকে মসজিদের ভেতরে প্রতিপক্ষ জহিরুল গ্রুপের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেন বর্তমান কমিটির পক্ষে হযরত আলী ও আরব আলীর নেতৃত্বাধীন কমিটি।

এ কমিটির পক্ষ থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি মোঃ শফিউদ্দিন বলেন, গত ১০ এপ্রিল গাড়াদিয়া দক্ষিণপাড়া জামে মসজিদকে কেন্দ্র করে ফ্যাসিবাদি আওয়ামীলীগ দোসরদেরা মিথ্যা বানোয়াট অভিযোগ এনে যে সংবাদ সম্মেলন করে আমরা বর্তমান কমিটির পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানাই।

তিনি বলেন, ২০২২ সালে তারা পরিবার কেন্দ্রিক বড়বাড়ী শাহী জামে সমজিদ নামকরণ করে নিজেদের ইচ্ছেমতো মসজিদ কমিটি দিয়ে সন্ত্রাসী কায়দায় মসজিদটি দখল করে। সেই সঙ্গে রাষ্ট্র যন্ত্র পুলিশ ব্যবহার করে মসজিদ ফান্ডের ২ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে মুসুল্লিরা দ্বিধা বিভক্ত হয়ে দু পাশে দুটি অস্থায়ী মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করি।

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ৫ আগষ্ট পরবর্তী সেনা সদস্যদের হস্তক্ষেপে পরিবার কেন্দ্রিক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করে মসজিদ পরিচালনা করছি। মসজিদ প্রতিষ্ঠাকালীন দলিল অনুযায়ী গাড়াদিয়া দক্ষিণপাড়া জামে মসজিদ নামে পরিচালিত হয়ে আসছে। নামকরণ ও কমিটি নিয়েই মসজিদের মূল দ্বন্দ্ব। অর্থ আত্মসাৎ ও দখলের কোনো ঘটনা ঘটেনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ—সভাপতি শাকিল আহম্মেদ, সেক্রেটারী আরব আলী, কোষাধ্যক্ষ আতোয়ার রহমান প্রমূখ। এ সময় মসজিদ সংশ্লিষ্ট ও গণ্যমান্য অর্ধ—শতাধিক লোক উপস্থিত ছিলেন।