ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালে ইকো-কার্ডিওগ্রাফি মেশিন প্রদান করলো এনসিসি ব্যাংক

Posted on April 9, 2025

কর্পোরেট ডেস্ক: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনিসটিটিউট-এ একটি পোর্টেবল ইকো-কার্ডিওগ্রাফি মেশিন প্রদান করেছে এনসিসি ব্যাংক।

এনসিসি ব্যাংক এর চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম সম্প্রতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনিসটিটিউট, ফেনী এর কার্যকরী কাউন্সিলের সভায় ইকো-কার্ডিওগ্রাফি মেশিনটি হস্তান্তর করেন।

এসময়, প্রতিষ্ঠানের সিনিয়র কনসালটেন্ট ডাঃ শাহ নেওয়াজ সিরাজ মামুন এর সঞ্চালনায় এর কার্যকরী কাউন্সিলের এর সহসভাপতি মোঃ নাছির উদ্দিন তসলিম, অধ্যাপক মুহাম্মদ লিয়াকত আলী ভূঁঞা, এ্যাডভোকেট মোঃ নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল ইসলাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ এ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী এবং প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মীর হোসেন মীরুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংক এর চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম এই মহতী উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, চিকিৎসা ও কৃষি ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনিসটিটিউট-এ একটি পোর্টেবল ইকো-কার্ডিওগ্রাফি মেশিন অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। সামাজিক উন্নয়নে এনসিসি ব্যাংকের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।