April 28, 2025 - 8:57 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতজামিনে মুক্ত সাবেক এমপি আজিজকে মারধর করে থানায় সোপর্দ

জামিনে মুক্ত সাবেক এমপি আজিজকে মারধর করে থানায় সোপর্দ

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামিনে মুক্ত হওয়া সাবেক এমপি আব্দুল আজিজকে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা ধরে মারধর করে থানায় সোপর্দ করেছে। তিনি সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক। তিনি চলতি বছরের ৩ ফেব্রুয়ারী রাজধানীর ঢাকার কলাবাগান এলাকা থেকে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন।

এরপর সিরাজগঞ্জ থানায় তাকে সোপর্দ করা হলে সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশ তাকে সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের পিএনপি দলীয় সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে তিনি হাইকোর্ট থেকে জামিন পান।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে বের হওয়ার সময় কারা ফটকের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা তাকে ধরে টানাহেচড়া ও মারধর করে মোটরসাইকেলে তুলে নিয়ে সিরাজগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ও ব্যাপক ভাইরাল হয়।

ওই ভিডিওতে দেখা যায় ডা. আব্দুল আজিজের শার্ট ধরে টানাটানি করছেন ও জোরপূর্বক মোটরসাইকেলে তোলার চেষ্টা করছেন। তিনি ভয়ে সোটরসাইকেলে উঠতে চাইছেন না। এ সময় একজন বলছেন, তোকে আগে সিরাজগঞ্জ শহরের বড়পুল এলাকায় নিয়ে বেঁধে রাখা হবে তার পর তোর সাথে কথা হবে। এ ছাড়া তাকে আওয়ামী লীগের দোসর বলেও গালি দিচ্ছেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের সমন্বয়ক মুনতাসির মেহেদীর ফেসবুকে লাইভে এসে তাকে সিরাজগঞ্জ শহরের বড়পুল এলাকায় ডা. আব্দুল আজিজকে প্রকাশ্যে এনে বেঁধে রেখে কথা বলার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান। ২৬ সেকেন্ডের ফেসবুক লাইভে তিনি এ ঘোষণা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডা.আব্দুল আজিজ আজ ছাড়া পেয়েছেন, এমন খবর পাওয়ার সাথে সাথে বৈষম্য বিরোধী ছাত্ররা সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে জড়ো হতে থাকেন। এরপর আব্দুল আজিজ যখনই জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বের হন, ঠিক তখনই সবাই তাকে ঘিরে ফেলেন। তাকে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, সাবেক এমপি আব্দুল আজিজ জামিনে মুক্ত হওয়ার পরে তাকে ঘিরে ধরেন বৈষম্য বিরোধী ছাত্ররা। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।

ডা. আব্দুল আজিজ সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা রবিবার (২৭ এপ্রিল, ২০২৫) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১০ লক্ষ টাকা প্রদান

কর্পোরেট ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ডেটা অ্যানালিটিকস এন্ড সার্ভিস সেন্টার নির্মাণে ১০ (দশ) লক্ষ টাকার চেক প্রদান করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। রবিবার (২৭...

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ৩০তম সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের ৩০তম সভা ব্যাংকের প্রধান কার্যালয় রবিবার (২৭ এপ্রিল, ২০২৫) গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের...