ইউনিয়ন ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৫৬ শতাংশ

Posted on October 30, 2023

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫৬ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৮৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৮১ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ১.০২ টাকা বা ৫৬ শতাংশ বেড়েছে।

এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৮০ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৩৩ টাকা বা ৪১ শতাংশ বেড়েছে।

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৪০ টাকায়।