কর্পোরেট ডেস্ক: সেনা কল্যাণ সংস্থার আওতাধীন সেনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ ও সেনা ফ্লাওয়ার মিল পরিদর্শন করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গত ৫ এপ্রিল তিনি কারখানাগুলো পরিদর্শন করেছেন।
নারায়ণগঞ্জে কারখানাগুলো পরিদর্শনের সময় বাণিজ্য উপদেষ্টাকে স্বাগত জানান সেনা এডিবল অয়েল ইন্ডাষ্ট্রিজের মহাপরিচালক এয়ার কমডোর মোঃরবিউল হাসান, এএফডব্লিউসি, পিএসসি এবং ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীন ইকবাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
পরে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল এবং সংস্থার অন্যান্য মহা পরিচালকগণের সাথে ঐ স্থানে সেনা কল্যাণ সংস্থার বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় বাণিজ্য সচিব জনাব মাহবুবুর রহমান এবং চেয়ারম্যান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ, পিএসসি উপস্থিত ছিলেন। বাণিজ্য উপদেষ্টা ফ্যাক্টরি পরিদর্শন শেষে ফ্যাক্টরি প্রাঙ্গনে একটি বৃক্ষরোপন করেন এবং সেনা কল্যাণ সংস্থার বিভিন্ন কল্যাণ মূলক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।