বেনাপোলে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ

Posted on April 7, 2025

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বন্দর নগরী বেনাপোলে বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর পক্ষে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টার সময় এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন বেনাপোল ও শার্শা উপজেলার সর্বস্তরের জনগণ ও ছাত্র সমাজ।

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি বেনাপোল নূর শপিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে বেনাপোল ও শার্শা উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও বাজার প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ছাত্র জনতা ও সাধারণ জনগণ। বক্তাদের প্রধান আকর্ষণ ছিল ইজরাইলি পণ্য বয়কট করা ও ইসরাইলিদের সাথে যারা ব্যবসা করে তাদেরও বয়কট করা। উক্ত মিছিলে সমস্ত মুসলিম জাতি এক হও ফিলিস্তিনি রক্ষা করো স্লোগান দেওয়া হয়।

আমার ভাই শহীদ কেন বিশ্বব্যাপী জবাব চাই, লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে, এরকম আরো অনেক স্লোগান দেওয়া হয়।