মেঘনা ইন্সুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

Posted on April 6, 2025

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২০ এপ্রিল, ২০২৫ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১.২৯ টাকা যা ২০২২ সালে আয় ছিল ১.৩২ টাকা, ২০২১ সালে ছিল .৯৪ টাকা ও ২০২০ সালে ছিল .৯৫ টাকা।

কোম্পানির ২০২৩ সালের সমাপ্ত বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ১৪.৬০ টাকা যা ২০২২ সালে ছিল ১৭.২১ টাকা, ২০২১ সালে ছিল ১৭.৮৮ টাকা ও ২০২০ সালে ছিল ২৬.০৪ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ১০ শতাংশ নগদ যা ২০২২ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ ও ২০২১ সালে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।