বিয়ে করলেন শামীম হাসান সরকার

Posted on April 5, 2025

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। শুক্রবার (৪ এপ্রিল) রাতে নিজের ফেসবুকে আপলোড করেছেন বিয়ের ছবি। জানিয়েছেন পাত্রীর নাম।

জানা গেছে, শুক্রবার দুপুরে মিরপুর ডিওএইচএসে শামীম হাসানের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পাত্রীর নাম আফসানা আক্তার প্রীতি। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছেন।

বিয়ের ছবিতে নাটকের সহকর্মী শিল্পী কলাকুশলী থেকে সাধারণ ভক্ত অনুরাগীরা শামীম হাসানকে অভিনন্দন জানাচ্ছেন। তবে অনেকে মজাও করছেন৷ বলছেন, ‘এটা কি সত্যি সত্যি বিয়ের ছবি, নাকি নাটকের?’

এমন মন্তব্যকারীদের উদ্দেশে বেশ সিরিয়াস শামীম হাসান৷ মন্তব্যে লিখেছেন, “এটা কোন নাটকের ছবি না। আমি বাস্তব জীবনেই বিয়ে করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালোবাসা নিবেন।”