ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

Posted on April 5, 2025

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। সরকারি অফিসগুলো আগামীকাল রোববার থেকে শুরু হলেও অধিকাংশ বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে গেছে। তাই জীবন-জীবিকার তাগিদে ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছেন তারা। সকাল থেকেই, বিশেষ করে ভোরের পর থেকেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় জমতে থাকে।

পদ্মা সেতু থাকার পরও অনেক যাত্রী লঞ্চে ঢাকা ফিরতে পছন্দ করছেন, কারণ লঞ্চ যাত্রাটি তাদের কাছে কিছুটা স্বাচ্ছন্দ্যপূর্ণ বলে জানিয়েছেন তারা।

শনিবার (৫ এপ্রিল) রাজধানীর সদরঘাট, বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, গাবতলী বাস টার্মিনালে একের পর এক প্রবেশ করছে দূরপাল্লার বাস, সেখান থেকে নামছেন যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায়, দেশের দক্ষিণাঞ্চল থেকে অনেকেই কর্মের তাগিদে আরামদায়ক নৌপথে ফিরে আসছেন। ভোর থেকেই যাত্রী বোঝাই লঞ্চ ভিড়তে শুরু করেছে। সবগুলো লঞ্চেই কিছুটা যাত্রীর চাপ দেখা গেছে।

লঞ্চ টার্মিনাল থেকে জানা গেছে, গত রাত থেকেই বিভিন্ন লঞ্চ প্লাটুনে ঢোকার জন্য যাত্রীদের আসা শুরু হয় এবং সেই ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। সাধারণত ঈদের ছুটি শেষে আজই সর্বশেষ দিন হিসেবে ধরা হচ্ছে, কারণ আগামীকাল থেকে সরকারি সকল দপ্তর ও অফিস আদালত খুলবে।

আজকের দিনটিকে কেন্দ্র করে সদরঘাটসহ অন্যান্য স্থান থেকে ঢাকা ফিরে আসার শেষ সুযোগ বলে মনে করছেন অনেকে, বিশেষ করে যাদের পরিবারের সদস্যরা ঢাকায় কাজ বা পড়াশোনার জন্য আছেন।

এদিকে সকাল থেকেই বিভিন্ন জেলার বাস টার্মিনাল ও রেল স্টেশনে ভিড় করছেন মানুষ। টার্মিনালে একের পর এক প্রবেশ করছে দূরপাল্লার বাস, সেখান থেকে নামছেন অনেক যাত্রী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। এবারের ঈদের যাত্রা তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ হওয়ায় ভোগান্তি ছাড়াই যাতায়াত করতে পেরেছেন ঘরমুখো মানুষরা।

প্রসঙ্গত, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার টানা ৯ দিনের ছুটি পান। সে অনুযায়ী, ছুটি শেষে আগামী ৬ এপ্রিল খুলবে অফিস-আদালত।