![]() |

বিনোদন ডেস্ক : বান্দরবনের পাহাড়ি এলাকায় প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘ডেডবডি’র শুটিং চলছে। এতে অংশ নেন চিত্রনায়ক ওমর সানীও। সেখানেই ঘটে অঘটন।
জানা গেছে, রোববার (২৯ অক্টোবর) দুপুরে শুটিং চলাকালীন হঠাৎ পাহাড়ি একটি সাপ কামড়ে দেয় ওমর সানীর পায়ে। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এই অভিনেতাকে। এরপর নেওয়া হয় চিকিৎসকের কাছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
সোমবার (৩০ অক্টোবর) সকালেই ঢাকার পৌঁছেন সানী। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মোহাম্মদ ইকবাল।
তিনি বললেন, ‘গতকাল আমরা শুটিং করছিলাম পাহাড়ি একটি এলাকায়। সেখানে কিছুটা জঙ্গলও ছিল। শুটিং চলাকালীন হঠাৎ সবুজ রঙের একটি সাপ সানীর পায়ে কামড় দেয়। তাৎক্ষণিক আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিই। আজ সকালে সানী ঢাকায় ফিরে গেছে। বর্তমানে সে সুস্থ আছে।’
সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানীও। তিনি বললেন, ‘আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আর এখন আমি ঢাকায়।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনা পরবর্তী সময়ের একটি ভিডিও শেয়ার করেছেন ইকবাল। যেখানে দেখা যায়, পায়ে কাপড় বেঁধে বসে আছেন ওমর সানী। দেখে মনে হচ্ছে, কিছুটা অসুস্থ বোধ করছেন এই অভিনেতা।
উল্লেখ্য, ওমর সানী ছাড়াও ‘ডেডবডি’ সিনেমায় অভিনয় করছেন শ্যামল মাওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহানসহ অনেকে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| শুটিংয়ে সাপের কামড়ে আহত ওমর সানী https://corporatesangbad.com/50737/ |