![]() |
ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে তুই বলাকে কেন্দ্র করে মোঃ সাজিদ (২০) নামে এক যুবককে সুপারি কাটার জাঁতি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে ময়মনসিংহ নগরীর হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ড ঘটে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাজিদ হামিদ উদ্দিন রোডের বাসিন্দা আবুল কামাল আজাদের ছেলে। বাবার হোটেল পরিচালনার কাজে সহযোগিতা করতেন সাজিদ।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার রাতে হামিদ উদ্দিন রোডের শফিক মিয়ার ছেলে মন্টি, সাজিদসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় মন্টিকে তুই বলায় সাজিদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার জাঁতি এনে সজীবকে কুপিয়ে আহত করে।
পরে স্থানীয়রা সাজিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, ঘটনার পরপরই ঘাতক পালিয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান শুরু হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে নিহত সাজিদের চাচা নূরু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ময়মনসিংহে তুই বলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা https://corporatesangbad.com/507288/ |