ভারত থেকে এলো আরও সাড়ে ৯ হাজার মেট্রিক টন চাল

Posted on March 27, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক : ভারত থেকে ৯ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ইয়াং শেং ১৫১ জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এরমধ্যে ২ লাখ ৯৭ হাজার ২৬৯ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে।