গ্লোবাল ইসলামী ব্যাংকের নতুন ডিএমডি এ. এফ. সাব্বির আহমদ

Posted on March 25, 2025

কর্পোরেট ডেস্ক: গ্লোবাল ইসলামী ব্যাংকে ডিএমডি হিসেবে যোগ করেছেন এ. এফ. সাব্বির আহমদ। তিনি কর্মজীবনে ৩০ বছরেরও বেশি সময় ব্যাংকিং সেক্টরে অতিবাহিত করেছেন। এবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করে তিনি পরবর্তীতে বিভিন্ন বেসরকারি ব্যাংকে কাজ করেন।

তিনি শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং প্রধান পরিচালন কর্মকর্তা পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি একটি ফাইন্যান্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

জনাব সাব্বির আহমদ দেশ-বিদেশে অনেক প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।