এতদিনেও সন্দ্বীপে কার্যকর যাতায়াত ব্যবস্থা না থাকা লজ্জার: প্রধান উপদেষ্টা

Posted on March 24, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্বাধীনতার ৫০ বছর পরেও সন্দ্বীপে কার্যকর যাতায়াত ব্যবস্থা না থাকা লজ্জাজনক বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তবে আজ সেই অপেক্ষার অবসান হলো। সন্দ্বীপ-চট্টগ্রাম ফেরি চালুর ফলে এখন সবাই নিরাপদে যাতায়াত করতে পারবে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থরা।

সোমবার (২৪ মার্চ) সকালে ফেরি চালু উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সন্দ্বীপের মানুষের জীবনযাত্রা কঠিন, যাতায়াত ব্যবস্থা না থাকায় অনেক সমস্যায় পড়তে হতো। এখন শুধু নিজেরাই নয়, বন্ধুবান্ধব ও বিদেশফেরতদেরও সন্দ্বীপ ভ্রমণে নিতে পারব। সন্দ্বীপের মানুষ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন, তাই উন্নয়নে তাদের আরও সম্পৃক্ত করা জরুরি।

সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কুমিরা-গুপ্তছড়া ঘাট উন্মুক্তকরণ, ঢাকা-কুমিরা বাস চালু, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ ও নিয়মিত ড্রেজিংয়ের পরিকল্পনার কথাও জানান তিনি।

এই মাইলফলক অর্জনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ৫০ বছরেও যা হয়নি, তা অল্প সময়েই বাস্তবায়িত হয়েছে। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। সন্দ্বীপ এই উন্নয়নের ধারায় নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে যতো কর্মসূচি

দুর্নীতিবাজ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথমবারের মতো সাগরপথে চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে ফেরি চলাচল শুরু