মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

Posted on March 24, 2025

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর মেক্সিকোতে নুয়েভো লিওন রাজ্যের পাহাড়ি সান্তিয়াগো এলাকায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এতে আরো চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে বনে আগুন লেগে যায় এবং পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রোববার (২৩ মার্চ) মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জেলা নাগরিক সুরক্ষা পরিচালক এরিক কাভাজোস জানিয়েছেন, নুয়েভো লিওন রাজ্যের পাহাড়ি সান্তিয়াগো এলাকায় ১৬ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ট্রাক পাহাড়ি রাস্তা থেকে ৪’শ ফুট নিচে খাদে পড়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে।

কাভাজোস আরো জানান, পিকআপ ট্রাকে আরোহীদের মধ্যে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয় এবং চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে এক নাবালকের মৃত্যু হয়।

সান্তিয়াগোর পৌরসভার সভাপতি ডেভিড দে লা পেনা বলেছেন, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে যে বাহনটি পড়ে যাওয়ার ফলে বনে আগুন লেগেছিল যা পরে নিয়ন্ত্রণে আনা হয়।

গত ১১ মার্চ, মেক্সিকোর উত্তর ও দক্ষিণে দুটি হাইওয়ে দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়। এছাড়াও, এই বছরে গত ৮ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ক্যাম্পেচে রাজ্যে একটি পণ্যবাহী ট্রাক এবং একটি যাত্রীবাহী বাসের মধ্যে মর্মান্তিক দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়।

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে বহুগুণ বেড়েছে। যার অধিকাংশই সাধারণত পণ্যবাহী ট্রাক দুর্ঘটনা। এর প্রধান কারণ হল যানবাহনের খারাপ অবস্থা এবং বেপরোয়া গতি বা চালকের ক্লান্তি।