বাণিজ্য মেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত: আসিফ মাহমুদ

Posted on March 24, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সম্মিলিতভাবে ঈদ উদ্যাপনের লক্ষ্যে আগারগাঁওস্থ বাণিজ্য মেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। সুলতানি আমলের মতো ঈদ আনন্দ মিছিলের পাশাপাশি থাকবে ঈদ মেলা।

রোববার (২৩ মার্চ) নগর ভবনস্থ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বুড়িগঙ্গা হলে ‘আগারগাঁওস্থ পুরাতন বাণিজ্য মেলার খালি জায়গায় পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা’ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সুলতানি আমলের ঐতিহ্যকে ধারণ করে এবারের ঈদ নতুনভাবে উদযাপিত হোক। শুধু ব্যক্তি কিংবা পরিবার কেন্দ্রিক ঈদ আনন্দ না হয়ে, এবারের ঈদটা কাটুক সমবেতভাবে। উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই নতুন সম্মিলিত ঈদ উদযাপনে সকলকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান তিনি।

জামাত শেষে ঈদকে আরো প্রাণবন্ত করে তুলতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা উল্লেখ করেন তিনি বলেন, সময় স্বল্পতার কারণে এবার সারাদেশে একযোগে এই ঈদ আনন্দ র‌্যালি, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না হলেও আগামীতে সারাদেশে একযোগে এমন ঈদ আনন্দ উদ্‌যাপন করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কেন্দ্রীয় ঈদগাহে প্রতিবারের মতোই প্রধান জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আরেকটি ঈদ জামাতসহ আনন্দ উদ্‌যাপন নতুন আঙ্গিকে পালন করা হবে।

প্রস্তুতিমূলক সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।