চট্টগ্রামে ডিবির অভিযানে কোটি টাকার ভারতীয় সিগারেট জব্দ, আটক ২

Posted on March 23, 2025

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলার আমান বাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে চালানো অভিযানে ৬ হাজার ৩৮০ কার্টন ওরিস ও মন্ড ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

অভিযানকালে একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাঙামাটি জেলার কোতোয়ালি থানার বাসিন্দা মো. শওকত আকবর (৩৪) ও পিকআপ চালক মো. বাদশা (২৬)।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় সিগারেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জব্দকৃত সিগারেট ও পিকআপ ভ্যান হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”