নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ও প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ,২২)
বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মোট আয়ের (ঘাটতি) তুলনায় মোট ব্যয়ের অতিরিক্ত ছিল ৮৮ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা। যা আগের বছর ছিল ৮৬ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকা।
আলোচ্য সময়ে মোট প্রাইম লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭১৭ কোটি ৬০ লাখ ১০ হাজার টাকা। যা আগের বছর একই সময় ছিল ৭৪৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা।
দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন ২০২২)
বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মোট আয়ের (ঘাটতি) তুলনায় মোট ব্যয়ের অতিরিক্ত ছিল ১০ কোটি ৮২ লাখ টাকা। যা আগের বছর ছিল ২১ কোটি ৯৫ লাখ টাকা।
আলোচ্য সময়ে মোট লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭০৮ কোটি ৫৭ লাখ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৭২৬ কোটি ২২ লাখ টাকা।
তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২২)
বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মোট আয়ের (উদ্বৃত্ত) তুলনায় মোট ব্যয়ের অতিরিক্ত ছিল ৩ কোটি ২৬ লাখ টাকা। যা আগের বছর ছিল ১ কোটি ৯৪ লাখ টাকা।
আলোচ্য সময়ে মোট লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭১৩ কোটি ২৬ লাখ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৭২৬ কোটি ৯ লাখ টাকা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ https://corporatesangbad.com/5069/ |