অভিনয় ছাড়ার ঘোষণা বর্ষার

Posted on March 22, 2025

বিনোদন ডেস্ক : অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। সম্প্রতি স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত জানান বর্ষা।

সংবাদ সম্মেলনে তিনি জানান, হাতে থাকা তিন-চারটি সিনেমার কাজ শেষ করেই তিনি বড় পর্দা থেকে সরে দাঁড়াবেন। তিনি বলেন, এরপর আর সিনেমা করাটাও সুন্দর দেখায় না। কারণ, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত নায়িকা হিসেবে কাজ করা যায়, তখনই দর্শকদের ভালো লাগে। আমার মনে হয়, সেই সময়টা চলে গেছে। এছাড়া আমার সন্তানরাও বড় হয়ে গেছে।

বর্ষা বলেন, আমি খুব বাস্তববাদী মানুষ, তাই বাস্তবতা মাথায় রেখেই চিন্তা করি। নায়িকাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্তই স্ক্রিনে ভালো লাগে। তাই আমি মনে করি, এখনই সরে যাওয়ার সময়।

এই প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন, তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তা-ও সে এ কথা বলছে।

তবে বর্ষা মনে করেন, তার বড় ছেলে যখন ১৪-১৫ বছর হবে, তখন সে যদি দেখে তার মা সিনেমার নায়িকা, সেটি তার জন্য অস্বস্তিকর হতে পারে। এই চিন্তা থেকেই তিনি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অনন্ত জলিলের অভিনয় প্রসঙ্গে বর্ষা বলেন, অনন্ত চাইলে কাজ করে যেতে পারে। কারণ আমি জানি, তাকে নারীদের ভিড়ে ছেড়ে দিয়ে এলেও সে ঠিকই তার কাজটা শেষ করে ঘরেই ফিরবে। অন্য নারীদের দিকে তাকাবেও না। চিত্রজগতে বর্ষার এই সিদ্ধান্ত ভক্তদের জন্য এক আবেগঘন মুহূর্ত হলেও, তিনি তার পারিবারিক দায়িত্বকে প্রাধান্য দিতে চান বলেই জানিয়েছেন।

প্রসঙ্গত, আফিয়া নুসরাত বর্ষা তার ক্যারিয়ারের সূচনা করেন মডেলিং দিয়ে। এরপর ২০১০ সালে ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। সিনেমাটিতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। তাদের সংসারে দুই ছেলে রয়েছে—আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল। এরপর জুটি হয়ে অভিনয় করেছেন বেশ কয়েকটি ছবিতে।

আরও পড়ুন:

ধানমন্ডি ৩২-এ ভাঙা বাড়ির সামনে ছবি তুলে যা বললেন ন্যান্সি

অলকা ইয়াগনিকের বিরাট ভক্ত ছিলেন ওসামা বিন লাদেন!

কলকাতায় আবারও পুরস্কৃত জয়া আহসান