হাইকোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ

Posted on March 20, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিতএ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৬ এর দফা (৬) মোতাবেক হাইকোর্টের বিচারক খিজির হায়াতকে হাইকোর্ট বিভাগের বিচারক পদ হইতে ১৮ মার্চ ২০২৫ তারিখে অপসারণ করিয়াছেন।’

খিজির হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন সম্পন্ন করে ১৯৯৭ সালের ৬ আগস্ট ঢাকা জেলা জজ কোর্টে এবং ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০১৮ সালের ৩১ মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন।

‘দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর’ বিচারকদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ২০ অক্টোবর থেকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়।

সেই ১২ বিচারপতির মধ্যে বিচারপতি খিজির হায়াত ছিলেন।