এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

Posted on March 20, 2025

কর্পোরেট ডেস্ক: এনআরবিসি ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মো: আলী হোসেন প্রধানিয়া।

সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মো: আবুল বশর, মো: আনোয়ার হোসেন, মো: নুরুল হক, ব্যারিস্টার মো: শফিকুর রহমান, প্রফেসর ড. সৈয়দ আবুল কালাম আজাদ এবং মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ। এছাড়া, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো: রবিউল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ ও হারুনুর রশিদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সুশাসন নিশ্চিত করে টেকসই ব্যবসায়িক উন্নয়নের বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। এছাড়া ব্যাংকের সামগ্রিক অগ্রগতির জন্য সম্মানিত গ্রাহক, স্টেকহোল্ডার, বাংলাদেশ ব্যাংকসহ নিয়ন্ত্রণক সংস্থাসমূহ, উদ্যোক্তা ও শেয়ারহোল্ডার এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন নতুন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।