মামলা মাত্র শুরু, আরও হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Posted on October 29, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মামলা মাত্র শুরু হয়েছে। আরও মামলা হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সবাই মামলা করবে। কতজন গ্রেফতার হয়েছে, সেটি এখনই বলতে পারছি না। পরে জানাব।

রোববার (২৯ অক্টোবর) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পুলিশ হত্যাসহ সহিংসতার দায় বিএনপি এড়াতে পারে না, আইন অনুযায়ী দায়ীদের বিচার হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকালের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতারা দায় এড়াতে পারেন না। বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষ, আগুন, ভাঙচুর, পুলিশ সদস্য নিহত এবং অনেকে আহত হওয়ার ঘটনায় মামলা শুরু হয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছে। এসব ঘটনায় অনেকেই আরও মামলা দেবে। আইন অনুযায়ী দায়ীদের বিচার হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের কোনো সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁরা (বিএনপি নেতারা) মিটিং করেছেন, তাঁরা মিটিংয়ের জন্য বসেছিলেন, তখনই ঘটনাগুলো ঘটেছে। তাহলে এর দায় কি তাঁরা এড়াতে পারেন?’

এখনো একজন পুলিশ সদস্য ও দুজন আনসার সদস্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানান মন্ত্রী।

পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি প্রচার করেছিল সমাবেশে তারা ১০ লাখ লোক আনবে। আমাদের পুলিশ কমিশনার তাদের বলেছিলেন, এমনিতেই ঢাকা শহরে যানজট, তারপর দশ লাখ লোক নিয়ে আসলে সমস্যা তৈরি হতে পারে। তারা মাঠে না গিয়ে নিজেদের দলীয় অফিসের সামনে সমাবেশ করেছেন। কোনো ধরনের উত্তেজনা যেনো সৃষ্টি না হয় সে জন্য অনেকগুলো শর্ত ও নির্দেশনাও দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে।

প্রধান বিচারপতির বাসায় গেট ভেঙে ঢুকে যাওয়া নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন, প্রথম থেকেই পুলিশ ধৈর্যের সঙ্গে সব মোকাবিলা করেছে। বিএনপির নেতাকর্মীরা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে পুরো এলাকায়। তারা পকেটে করে ইট-পাটকেল নিয়ে এসেছিল; যা গুলতির মতো করে ছুড়েছে। পুলিশ সেগুলো বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের উপর আঘাত করেছে; যা বর্বরোচিত হামলা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৃষ্টির মতো ইট ছুঁড়ে বিএনপি কর্মীরা পুলিশের ওপর হামলা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। বিএনপি নৃশংসতায় গতকাল শ’ খানেক পুলিশ আহত হয়েছেন। আহত হলো পুলিশ, আর হরতাল ডাকে বিএনপি।

তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত হলো দেশের মানুষ, মারা গেল পুলিশ। এখন আবার তারাই উল্টো হরতাল ডেকেছে। প্রতিবাদ করার কথা আমাদের, তারা এখন উল্টো প্রতিবাদ করছেন।’