সিংগাইরে নির্মাণ কাজ পেতে দু'গ্রুপের সংঘর্ষে আহত ৬

Posted on March 18, 2025

সাইফুল ইসলাম তানভীর : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা - চন্দনপুর গ্রামে লেভেল ফ্যাক্টরি ব্লাজন ট্রিমস্ এন্ড প্যাকেজিং লিমিটেডের নির্মাণ কাজ পাওয়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। আহতদের মধো দুইজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) জামির্ত্তা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি ও সুদক্ষিরা গ্রামের বাসিন্দা হাজী শহিদুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ একই গ্রামের আরেক বিএনপি নেতা ফারুক হোসেন গ্রুপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৭ জনের নাম উল্ল্যেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে। অপর দিকে, ফারুক গ্রুপের পক্ষ থেকে থানায় পাল্টা লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে।

এর আগে সোমবার (১৭ মার্চ) সকাল ১১ টার দিকে ব্লাজন ট্রিমস্ এন্ড প্যাকেজিং ফ্যাক্টরির সামনে নির্মাণ কাজ পাওয়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোঃ ফারুক হোসেন ও হাজী শহিদুল ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ৬ জন আহত হন। আহতদের মধ্যে ফারুকের বড় ভাই আব্দুল খালেক (৪৫) ও শহিদুলের ছোট ভাই হারুনকে (৫৬) গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, সংঘর্ষের পর থেকে এলাকায় দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক গ্রুপ আরেক গ্রুপকে আওয়ামী লীগের দোসর বানিয়ে প্রচার চালাচ্ছেন।

সংঘর্ষের ঘটনা নিয়ে ব্লাজন ট্রিমস এন্ড প্যাকেজিং ফ্যাক্টরি কর্তৃপক্ষ প্রথমে মুখ মুলতে চাননি । পরে এ প্রতিবেদক তার কাছে থাকা ওয়ার্ক অর্ডার (তাদের প্যাডে) দেখালে প্রতিষ্ঠানের জিএম (এডমিন) ইমরান কবির জানান, আমরা মেসার্স এফআরএ ট্রেডার্সকে কাজ দিয়েছি। সংঘর্ষের ঘটনা ঘটলে প্রতিষ্ঠানের বাইরে ঘটেছে। এ সম্পর্কে আমরা কিছুই বলতে চাই না।

এদিকে, মেসার্স এফআরএ ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ ফারুক হোসেন অভিযোগ করে বলেন, গত ২৫ জানুয়ারি ব্লাজন ট্রিমস এন্ড প্যাকেজিং ফ্যাক্টরি সাথে চুক্তি অনুযায়ী লোকজন দিয়ে বাউন্ডারি দেয়ালের নির্মাণ কাজ শুরু করি। শহিদুল ইসলামের লোকজনের বাঁধায় বেশ কিছুদিন নির্মাণ কাজ বন্ধ থাকে। পরে তার লোক মোখলেছের মাধ্যমে আমি ১৫ হাজার টাকা চাঁদা দেই। তারপরেও তারা আমার লোকজনকে কাজে বাধা দিয়ে মারপিট করে। তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান।

অপরদিকে, হাজী শহিদুল ইসলাম ফারুকের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ছোট ভাই হারুন গরুর ঘাস কাটতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে ফারুকের লোকজন তাকে কুপিয়ে আহত করে। বর্তমানে সে হাসপাতালে আইসিসিওতে চিকিৎসাধীন রয়েছে বলে জানান।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ ( ওসি) জেওএম তৌফিক আজম বলেন, এক পক্ষ থেকে মামলা দিয়েছেূ। আরেক পক্ষের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।