সিংগাইরে ইউপি সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

Posted on March 18, 2025

সাইফুল ইসলাম তানভীর  : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়ন পরিষদের  সেই ঘুষখোর, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সচিব ( প্রশাসনিক কর্মকর্তা) মো. মঞ্জুরুল হক ভূইয়ার পদত্যাগ ও শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সেই সঙ্গে তারা গণস্বাক্ষর ও সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১ টার দিকে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ইউপি কার্যালয়ের সামনে সর্বসাধারণের ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এর আগে ওই সচিবের বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিভিন্ন পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। যার প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। প্রতিবেদনটি এখনো আলোর মুখ দেখেনি। এ ছাড়া গত ১৬ মার্চ লক্ষীপুর গ্রামের জনৈক মহর আলী প্রায় এক মাস ঘুরে সেবা না পেয়ে ওই সচিবের ওপর চড়াও হয়। বিষয়টি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যার প্রেক্ষিতে ভুক্তভোগী, ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দারা সচিব মঞ্জুরুলের পদত্যাগের দাবীতে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বক্তারা বলেন,জন্ম নিবন্ধন,ওয়ারিশান, নাগরিক সনদ ও ট্রেড লাইসেন্স নিতে ওই সচিবকে দিতে হয় টাকা। টাকা ছাড়া মেলেনা কোনো নাগরিক সেবা। সেই সঙ্গে ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের প্রকল্পে দিতে হচ্ছে উৎকোচ। এসব থেকে পরিত্রাণ পেতে অভিযুক্ত সচিবের বদলীসহ তার বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবী জানানো হয়। ৭ নং ওয়ার্ড মেম্বার মহিদুর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনের পরিচালনায় ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন - আব্দুল গফুর, সুরুজ মিঞা, ইউনুস গাজী, সোলায়মান দেওয়ান বিকাশ,আশরাফুল দিপু ও ৪ নং ওয়ার্ড মেম্বার আবুল কালাম প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় দু' শতাধিক লোক অংশ নেন।

সায়েস্তা ইউনিয়ন পরিষদ সচিব মো. মঞ্জুরুল হক ভূঁইয়া বলেন,আমি এখানে আর থাকতে চাই না,আমাকে বদলী করে দেন।

সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ বলেন,এসিল্যান্ডের বদলী জনিত কারণে তদন্ত রিপোর্ট হাতে পাইনি। কমিটির সদস্যদের দু'একদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছি।

এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগ মানিকগঞ্জের ডেপুটি ডিরেক্টর সানজিদা জেসমীন বলেন,তদন্ত প্রতিবেদনের খোঁজ খবর নিয়ে আমরা ব্যবস্থা নেব।

তারিখ : ১৮/০৩/২৫ ইং