সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন

Posted on March 18, 2025

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ১৯ কোটি ৭৫ লক্ষ ৫০ হাজার ৫২৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৫১কোটি ১৮ লাখ ৬৩ হাজার ১৫৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪.৮৬ পয়েন্ট বেড়ে ৫২১০.৩০ ডিএস-৩০ মূল্য সূচক ৬.৪৯ পয়েন্ট কমে ১৮৮২.১০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.২৮ পয়েন্ট কমে ১১৫৯.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ইন্ট্রাকো রি-ফুয়েলিং, স্কয়ার ফার্মা, ফু-ওয়াং ফুড, শাইনপুকুর সিরামিকস, হাক্কানি পাল্প, ওরিয়ন ইনফিউশন, ইউসিবি, কাট্টালি টেক্সটাইল, ইআইএল ও আলিফ ইন্ডাঃ।

দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রাইম ফাইন্যান্স ১ম মি. ফা., ইন্ট্রাকো রি-ফুয়েলিং, এবিবি ১ম মি. ফা., প্রাইম ব্যাংক ১ম আইসবি এএমসিএল মি. ফা., এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, ডিবিএইচ ১ম মি. ফা., ইবিএল ১ম মি. ফা., এমবিএল ১ম মি. ফা., ১ম জনতা ব্যাংক মি. ফা. ও আইএফআইসি ১ম মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এসআলম কোল্ড, মেঘনা কন্ডেন্সড মিল্ক, আরএসআরএম স্টিল, ইন্টারন্যাশনাল লিজিং, শ্যামপুর সুগার, কেপিপিএল, বেঙ্গল উইন্ডসোর, জুট স্পিনার্স, ফ্যামিলি টেক্স ও উসমানিয়া গ্লাস।