গফরগাঁওয়ে বালু তোলা নিয়ে দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১

Posted on March 18, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় বালু তোলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।এ সময় একই গ্রামের মোঃ সাবিদ (২৪) গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে পাগলা থানা এলাকার তললীগ্রামে এই ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান রাকিব ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।

এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় ইয়াসিন ও নিহত মেহেদি হাসান রাকিবের সাথে বালু তোলা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ১০টার দিকে দুই পক্ষ বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে মেহেদি হাসান রাকিবকে ইয়াসিন গ্রুপের লোকজন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় একই গ্রামের মোঃ সাবিদ গুলিবিদ্ধ হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।