ব্রাজিলের বিপক্ষে খেলবেন না মেসি

Posted on March 18, 2025

স্পোর্টস ডেস্ক: চোটের কারণে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন নেইমার। এবার সেই ম্যাচ থেকে ছিটকে গেলেন লিওনেল মেসিও। সোমবার (১৭ মার্চ) আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি যে দল ঘোষণা করেছেন সেখানে নেই মেসির নাম। ফলে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচে দেখা যাবে না দুই সেরা তারকাকেই।

বিশ্বকাপ বাছাইয়ে চলতি মাসেই দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে উরুগুয়ের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। পরের ম্যাচে ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ৬টায় তাদের প্রতিপক্ষ ব্রাজিল। ওই দুই ম্যাচের আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে ছিলেন লিওনেল মেসি। কিন্তু ইনজুরি পড়ে আসন্ন ম্যাচ দুটি থেকে ছিটকে গেছেন এই বিশ্বকাপজয়ী মহাতারকা।

আর্জেন্টিনা ফুটবল সংস্থা মেসির না থাকার ব্যাপারে বিস্তারিত কিছুই জানায়নি। তবে ইন্টার মায়ামির হয়ে রবিবার খেলতে গিয়ে চোট পেয়েছিলেন মেসি। তার আগে তিনটি ম্যাচে খেলেননি। বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। মাঠে ফিরে আবার চোট পান।

মায়ামির কোচ জেভিয়ার মাসচেরানো আগেই মেসির চোটের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, “আমরা চেয়েছিলাম মেসিকে যাতে বেশি পরিশ্রম করতে না হয়। তা হলে ওর চোট পাওয়ার সম্ভাবনা আরও বাড়ত। মেসির শারীরিক অবস্থার ব্যাপারে ভাল বলতে পারবে আর্জেন্টিনার চিকিৎসকেরা। ওরাই মেসিকে দেখছে।”

মেসিই একমাত্র ধাক্কা নয় আর্জেন্টিনার। আগামী দু’টি ম্যাচে খেলতে পারবেন না পাওলা ডিবালা, গঞ্জালো মন্তিয়েল এবং জিয়োভানি লো সেলসোও।

আর্জেন্টিনা স্কোয়াড: এমিলিয়ানো মার্টিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, , নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারাদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, মাক্সিমো পেরোনে, জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন দমিনগেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো।