![]() |
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ডঃ.মানোয়ার হোসেন মোল্লার সরকারি ফোন নাম্বার (০১৭১৩৩৫৩৩০০) ক্লোন করে টাকা দাবি করে আসছে একটি প্রতারক চক্র। সোমবার (১৭ মার্চ) জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, আমার অফিসিয়াল মোবাইল ফোন নাম্বারটি হ্যাক হয়েছে। একটি বিশেষ মহল বিভিন্ন লোকের কাছে টাকা দাবি করে ম্যাসেজ দিচ্ছে বলে জানা গেছে। এ খবর জানার পর আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, যে নাম্বারটি ক্লোন করা হয়েছে সেই নাম্বার থেকে কাউকে যদি মেসেজ দিয়ে কিংবা কল করে টাকা দাবি কিংবা অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করা হয় সেটি থেকে সাবধান হওয়ার জন্য সবার প্রতি আহ্বানও জানান তিনি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি https://corporatesangbad.com/506359/ |