ময়মনসিংহে আরসা'র ৪ সদস্য আটক

Posted on March 17, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ নগরীতে গভীর রাতে এক ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরাকান আরসার চার সদস্যকে আটক করেছে র‍্যাব। বাহিনীর কর্মকর্তাদের দাবি, আটক ব্যক্তিরা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য।

গতকাল রোববার (১৬ মার্চ) দিনগত রাত পৌনে ৩টার দিকে নগরীর নতুন বাজার মোড়ের বহুতল ভবন গার্ডেন সিটির ১০ তলার ‘এ’ ব্লক থেকে চারজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে দু'জন পুরুষ ও দু'জন নারী। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয় বলে জানা গেছে।

ভবনের অন্য বাসিন্দারা জানান, ওই চারজনের সঙ্গে দু'টি শিশুও ছিল। তারা ভুয়া পরিচয় ব‍্যবহার করে কিছুদিন ধরে ‘এ’ ব্লক ফ্ল্যাটে বসবাস করছিল।

অভিযানকালে এই বিষয়ে র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাঁরা সাংবাদিকদের এড়িয়ে যান। এ সময় অভিযানকারী দলটি আটকদের গাড়িতে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এর আগে রাত পৌনে ২টার দিকে গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেন র‍্যাবের বিপুলসংখ্যক সদস্য। অভিযানকারী দলটির বেশির ভাগ সদস্য ভবনের ভেতর ঢুকে দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটকদের কাছ থেকে টাকা ছাড়াও আর কী কী জব্দ করা হয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি।