![]() |
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: ইয়াবার মামলায় শার্শার মাদক ব্যবসায়ী তারেক দত্তরীর ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।
রোববার (১৬ মার্চ) বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত তারেক দত্তরী শার্শার সমন্ধকাটি গ্রামের মৃত দাউদ দত্তরীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ৮ নভেম্বর বিকেলে শার্শা থানা পুলিশ জামতলা বাজারে অভিযান চালিয়ে জনৈক বাবু মন্ডলের মুরগির দোকানের সামনে থেকে তারেক দত্তরীকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনায় এসআই আনোয়ারুল আজিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ আসামি তারেক দত্তরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত তারেক দত্তরী কারাগারে আটক আছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শার্শায় মাদক ব্যবসায়ী তারেকের ৫ বছর কারাদণ্ড https://corporatesangbad.com/506298/ |