November 18, 2025 - 10:42 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদজাতীয় ফুটবল দলের নতুন অংশীদার ইউসিবি: দেশের ফুটবলকে সাফল্য ও জনপ্রিয়তার ধারায়...

জাতীয় ফুটবল দলের নতুন অংশীদার ইউসিবি: দেশের ফুটবলকে সাফল্য ও জনপ্রিয়তার ধারায় ফিরিয়ে আনার অঙ্গীকার

spot_img

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিকাশ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একটি কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলেছে যার মাধ্যমে এই দুই প্রতিষ্ঠান ফুটবলের উন্নয়ন ও জনপ্রিয়তা পুনরুদ্ধারে একসঙ্গে কাজ করবে।

রোববার (১৬ মার্চ) ইউসিবি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে ইউসিবি আগামী পাঁচ বছরের জন্য জাতীয় পুরুষ ফুটবল দলের প্রধান স্পনসর হিসেবে যুক্ত হলো।

এই অংশীদারত্ব বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে এবং জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সাফল্যের ধারায় ফিরিয়ে আনতে সহায়তা করবে। অনুষ্ঠানে বক্তারা এই চুক্তির মাধ্যমে দেশের ফুটবলের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এই স্মরণীয় মুহূর্তের অংশীদার হন।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, “ফুটবলের বিকাশে কর্পোরেট সহযোগিতা অপরিহার্য। ইউসিবির মতো প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা শুধু জাতীয় দলের উন্নয়নই নয়, বরং বাংলাদেশের ফুটবলকে বিশ্ব দরবারে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাবে।”

ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির বলেন, “বাংলাদেশের ফুটবলের গৌরবময় ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। ইউসিবি জাতীয় দলের সাফল্যে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তরুণ প্রজন্মের মধ্যে ফুটবলকে আরও জনপ্রিয় করতে কাজ করে যাবে।”

এই চুক্তি শুধু একটি স্পনসরশিপ নয়; এটি দেশের ফুটবলের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তোলার এক মাইলফলক, যা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ফুটবলকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে বাফুফে ও ইউসিবির কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা দোষী সাব্যস্ত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)...

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌ-পথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস...

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন...

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে নামবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....