![]() |
ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- রাণীগাঁও গ্রামের এমদাদুল হকের মেয়ে শিমু আক্তার (৯) ও ছেলে মো. নিজুম (৩)।
ধোবাউড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে শিমু আক্তার তার ছোট ভাইকে কোলে নিয়ে পুকুরের কিনারায় পানিতে গোসল করছিল। হঠাৎ তারা বেশি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনার কিছুক্ষণ পর তাদের মা সন্তানদের বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে।
মিলন মিয়া আরও বলেন, এমদাদুল হকের আর কোনো সন্তান নেই। এমন ঘটনার শোকে পরিবারটি স্তব্ধ হয়ে গেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু https://corporatesangbad.com/506279/ |