![]() |
বিনোদন ডেস্ক : ভয়াবহ অগ্নি দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন সংগীত ও অভিনয়শিল্পী পারশা মাহজাবীন। শনিবার (১৫ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় গাড়িতে অগ্নিকাণ্ড হয়েছিল।
এ ঘটনায় পারশা মাহজাবীন বলেন, রাইড শেয়ারিংয়ের মাধ্যমে গাড়ি নিয়ে বনানী যাচ্ছিলাম। কুর্মিটোলার সামনে গিয়ে হঠাৎ করেই গাড়িতে আগুন ধরে যায়। পরে তাড়াহুড়ো করে গাড়ি থেকে বের হয়েছি। কীভাবে যে বের হয়েছি, তা বলতে পারব না।
এদিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে পারশা মাহজাবীন লিখেছেন, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনও জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিল। কীভাবে যে বেঁচে গেছি!’
এর আগে অন্য একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে দেখা যায়, গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধোঁয়া উড়ছে। আর সেই আগুন পানি ঢেলে নেভানোর চেষ্টা করা হচ্ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাড়িতে অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পারশা মাহজাবীন https://corporatesangbad.com/506179/ |