ময়মনসিংহে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি

Posted on March 15, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ নগরীতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে নির্মাণাধীন ভবনের সামনে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিশু স্কুলছাত্রীকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৪ মার্চ) রাতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন ভিকটিম শিশুটির বাবা।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চড়াইতলা মণ্ডলের বাজার গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম (২৫) নামের অভিযুক্ত এই যুবক ময়মনসিংহে নির্মাণাধীন একটি বহুতল ভবনে শ্রমিকের কাজ করতেন।

শনিবার (১৫ মার্চ) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী শুক্রবার প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। পথে নির্মাণাধীন ভবনের সামনে শ্রমিক আমিনুল তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আমিনুলকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

ওসি বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার মামলা করেছেন। সেই মামলায় তিন দিনের রিমান্ড চেয়ে আমিনুলকে আজ শনিবার বিকেলে আদালতে তোলা হবে।