![]() |
সিরাজগঞ্জ প্রতিনিধি: র্যাব-১২ এর অভিযানে সিরাজগঞ্জ জেলায় অভিনব কায়দায় লাগেজের ভেতর মাদক পরিবহনের সময় ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৬ টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার কড্ডার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও নগদ ১,৭৮০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মৌলভীবাজার জেলার মোঃ বিল্লাল মিয়া (২৯) ও হবিগঞ্জ জেলার মোঃ আজহারুল ইসলাম ওরফে নয়ন (২২)।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে গোপনে বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।'
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিরাজগঞ্জে লাগেজে গাঁজা পাচারকালে দুই যুবক গ্রেপ্তার https://corporatesangbad.com/506092/ |