ব্রাজিল দল থেকে আবারও ছিটকে গেলেন নেইমার

Posted on March 15, 2025

স্পোর্টস ডেস্ক : প্রায় দেড় বছর পর জাতীয় দলে ডাক পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে কোনো ম্যাচ না খেলার আবারও দল থেকে ছিটকে গেলেন নেইমার। উরুর চোটে পড়ার কারণে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে। তার বদলি হিসেবে দলে ঢুকবেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার এন্ড্রিক।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে ব্রাগান্টিনোর বিপক্ষে স্যান্তোসের ২-০ গোলে জয়ের ম্যাচে পেশিতে টান অনুভব করেন নেইমার। তার সাথে আরও দুই খেলোয়াড় বাদ পড়েছেন। তারা হলেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন মার্কেজ ও ফ্লেমেঙ্গোর ড্যানিলো। তাদের পরিবর্তে লুকাস পেরি ও অ্যালেক্স স্যান্ড্রোকে দলে ডাকা হয়েছে।

সিবিএফের বরাতে ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র বলেছেন, ‘মূল দলে ডাক পাওয়ার পর ব্রাজিল জাতীয় দলের চিকিৎসা বিভাগ সকল খেলোয়াড়ের সার্বিক অবস্থা সম্পর্কে তথ্যের মূল্যায়ন করছে। বিশেষ করে ফ্লেমেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার এবং ম্যানচেস্টার সিটির এডারসনের অবস্থা জানিয়েছে তারা।’

‘তাদের মূল্যায়নের পর আমরা চোট পাওয়া খেলোয়াড়দের পরিবর্তে লিওঁ থেকে লুকাস পেরি, ফ্লামেঙ্গো থেকে অ্যালেক্স স্যান্ড্রো এবং রিয়াল মাদ্রিদ থেকে এন্ড্রিককে দলে ডাকার সিদ্ধান্ত নিয়েছি।

বাঁ হাটুর চোট থেকে সেরে জানুয়ারিতে শৈশবের ক্লাব স্যান্তোসে ফিরেছিলেন নেইমার। আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাকও পেয়েছিলেন তারকা। তবে উরুর চোটে আপাতত ছিটকে গেছেন। তাই ব্রাজিলের হয়ে ৩৩ বর্ষী নেইমারের ফেরাটা আরও দীর্ঘ হচ্ছে। ব্রাজিলের হয়ে ২০২৩ সালের অক্টোবরে সবশেষ মাঠে নেমেছিলেন নেইমার।

বাছাইয়ে ২০ মার্চ ব্রাজিল মুখোমুখি হবে কলম্বিয়ার। পাঁচদিন পর মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার।