ময়মনসিংহ ব্যুরো: র্যাব-১৪ ময়মনসিংহের অভিযানে ঢাকার জজ আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া কেরানীগঞ্জ মডেল থানার ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার গোয়াতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ ময়মনসিংহের একটি দল।
র্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, ২০২৪ সালে কেরানীগঞ্জ মডেল থানার দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি শহিদুল ইসলাম (২২)। তার বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সেকান্দার নগর গ্রামে।
গত ১৭ ফেব্রুয়ারি শহিদুলসহ ১২ আসামিকে শুনানির জন্য ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত চত্বর থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি। পালিয়ে যাওয়ার ঘটনায় আদালত পুলিশের উপ-পরিদর্শক আবদুল মতিন বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
শহিদুল পালিয়ে নেত্রকোণার কলমাকান্দা থানার গোয়াতলা এলাকায় আশ্রয় নিয়েছেন জানতে পেরে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়।